
কলেজের ইতিহাস
চট্টগ্রাম শহরে নারী শিক্ষা প্রসারে চট্টগ্রামের বিশিষ্ট বিদ্যোৎসাহী জনাব বাদশা মিঞা চৌধুরীর প্রচেষ্টায় ১৯৫৭ সালের ১ জুলাই মহিলা কলেজটি আন্দরকিল্লা শাহী মসজিদ সংলগ্ন ভিক্টোরিয়া হোস্টেলে মাত্র ১৫০ জন ছাত্রী ও ৮ জন অধ্যাপক দিয়ে শুরু হয়। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠার পর তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্ণর জাকির হোসেন এর কাছ থেকে খুলশী এলাকায় বিনামূল্যে ২০ একর জমি কলেজের নামে লিখিয়ে নেন। বেসরকারি অবস্থায় এ কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন শ্রী যোগেশ চন্দ্র সিংহ। ১৯৬১-১৯৬২ সালে কলেজটি বর্তমানে নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত এলাকা খুলশীতে স্থানান্তরিত হয়। ১৯৬৮ সালে কলেজ জাতীয়করণের সময় অধ্যক্ষ ছিলেন মিস ফেরদৌস আরা সাবেত। ১৯৬৪ সালে বর্তমান প্রশাসনিক ও একাডেমিক দো-তলা ভবনটি নির্মিত হয়। ১৯৮৬ ও ১৯৯০ সালে দু’দফা সরকারি অনুদানে মাদার তেরেসা ছাত্রীনিবাস এবং সীমানা প্রাচীর নির্মিত হয়। পরে ২০০৫ সালে নির্মিত হয় অধ্যক্ষ (ক্যাপ্টেন) রওশন আখতার হানিফ ছাত্রীনিবাস। বর্তমানে কলেজে একটি পাঁচতলা ছাত্রীনিবাস নির্মানাধীন রয়েছে এবং একটি দশতলা প্রশাসনিক ভবন নির্মাণের সরকারি পরিকল্পনা আছে।
ফরম ডাউনলোড
Honors Admission
Masters Adminssion
ক্যাম্পাস গ্যালারি
ইভেন্টস
No Event found.
Web Mail
শুন্যপদের তালিকা
শুন্যপদের তালিকা